ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য বিশাল বরাদ্দ চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে এ বরাদ্দের কথা বলেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিদিন যে ঝুঁকি বেড়ে চলেছে তা মোকাবেলার জন্য ইসরায়েলকে অবশ্যই বহু শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং প্রতিবছর এই বাজেট বাড়াতে হবে।
সৌদি আরব, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন নেতানিয়াহু সামরিক বাজেট বাড়ানোর এই কথা বলছেন।
বিডি প্রতিদিন/হিমেল