বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য মো. তরিকুল ইসলাম মিসকাতকে (২৩) আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার রাতে ওই উপজেলার চরহোগলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।
আটক তরিকুল ইসলাম মিসকাত ওই গ্রামের আলম খানের ছেলে।
র্যাব-৮ জানায়, তরিকুল মেহেন্দীগঞ্জ থেকে ২০১২ এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাশ করার পর উগ্রপন্থী দলের সাথে মেলামেশা শুরু করেন এবং তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন। তার বিরুদ্ধে দেশজুড়ে উগ্রপন্থী মতবাদ ছড়িয়ে দেওয়ার জন্য উগ্রপন্থী সদস্যের সাথে গোপন মিটিংসহ ওই দলে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি জেএমবি’র দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এনায়েত করিম