ঢাকার মগবাজারে পূর্ব নয়াটোলা এলাকায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম মো. রাগিব নূর নোহান (২০)। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মৃতের মামা মো. সেলিম বলেন, নোহানের এইচএসসি পরীক্ষা থাকায় তার রুমে রাত জেগে ভোর পর্যন্ত লেখাপড়া করেছে। রুম থেকে বের হয়ে পানি খেয়ে হাঁটাহাঁটি করেছে ভোর ৪টা পর্যন্ত। পরে সকালে তার কোনো সারাশব্দ না পেয়ে দরজায় নক করা হয়। তারপরেও কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ