রংপুরের মিঠাপুকুর উপজেলায় সাইফুল ইসলাম মন্ডল (৩৯) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে বলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস নিশ্চিত করেছেন।
বুধবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় একটি আমগাছ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। তবে, নিহতের স্বজনদের দাবি তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দেওয়া হয়।
মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের বাতাসন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কচুয়া গ্রামের মোছলে উদ্দিন মন্ডলের ছেলে সাইফুল ইসলাম মন্ডল স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে বিগত সাত বছর আগে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর বাতাসন গ্রামের যাদু মিয়ার মেয়ে আনিছা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করেন সাইফুল। তিনি মুদি দোকানের পাশাপাশি দাঁদন ব্যবসায় জড়িত ছিলেন। বুধবার সকালে বাড়ির অদূরে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের বউয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যার পর ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম