নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ইকবাল হোসেন পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল আজ বৃহস্পতিবার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ জন যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যান। ঘটনার পর দিন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কেএম নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম