রমনা থানার দুই মামলায় রিমান্ড শেষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রমনা থানার অস্ত্র ও মাদক মামলায় গত ১৫ অক্টোবর সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
অপরদিকে, সম্রাটের আইনজীবীরা জামিন আবেদন করেন তার। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এর আগে গত ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় গ্রামটির জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব।
বিডি প্রতিদিন/আরাফাত