বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নুসরাত হত্যার মতো দু’-একটি ঘটনার বিচার প্রমাণ করে না দেশে ন্যায়বিচার আছে।
তিনি আরও বলেন, জামিনযোগ্য হলেও বেগম জিয়াকে মুক্তি না দিয়ে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এ কথা বলেন মওদুদ।
তিনি বলেন, নুসরাতের ঘটনায় বলা হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে।
তিনি বলেন, দুই-একটি ঘটনা উল্লেখ করে তারা যে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়ে গেছে এগুলো মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। আজ রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার জামিন হয় না।
বিডি প্রতিদিন/কালাম