দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে সেখান থেকে থেকে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধু উদ্যানে এক কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, র্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মীর শহীদুল ইসলাম।
সমাবেশে অতিথিরা বলেন, জনতার সহায়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা সম্ভব। এ কারণে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে কমিউনিটি পুলিশিংয়ে। পুলিশ-জনতার যৌথ প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।
পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসী-অপরাধী, মাদক ব্যবসায়ীদের দিন শেষ। জনগণ এবং পুলিশ অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ নির্মূল করে সোনার বাংলা গড়ে তুলবে। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, পুলিশ এই সমৃদ্ধির অংশীদার হতে চায়।
সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সেই আগের পুলিশ এখন নেই। বিভিন্নভাবে তারা অনেক আধুনিক এবং জনবান্ধব হয়েছে। পুলিশ জনগণ, জনগণই পুলিশ শ্লোগান নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে পুলিশের সম্পর্কের উন্নতি হবে। এর মাধ্যমে পুলিশ সঠিক তথ্য পাবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহজসাধ্য হবে।
এদিকে র্যালি এবং সমাবেশ ছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান, প্রীতি ফুটবল ও কাবাডি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা