ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকার একটি ১০ তলা ভবনে আগুন লেগে পুড়ে গেছে তিনটি কাপড়ের দোকান। পরে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে ১০ তলা ভবনটির ৪র্থ তলায় আগুন লাগলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে ১০ তলা ভবনের ৪র্থ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও কয়েকটি দোকান।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন