রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে আদাবর থানা সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী (২৫) ও এক পুরুষের (৫৫) মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ