শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনে পরে তা বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ হাইকোর্টে আপিল করেছেন।
সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি হারুন জামিনেরও আবেদন জানিয়েছেন।
এর আগে, ২১ অক্টোবর এমপি হারুনকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় এমপি হারুন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, হারুন অর রশীদ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/মাহবুব