বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে জামিন দেওয়া হোক। যাতে তিনি তার সুবিধামতো স্থানে চিকিৎসা নিতে পারেন। যদি জামিন দেওয়া না হয়, আর পিজি হাসপাতাল অথবা কারাগারে যদি দেশনেত্রীর কোনো ক্ষতি হয়, তবে এর সব দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। তাদের জবাব দিতে হবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগকে আগেও একবার ২১ বছর রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। এবার বিদায় হলে ২১ বছর নয়, এর থেকেও তিন গুণ বেশি সময় তাদের রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে। ক্যাসিনোকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে চুনোপুঁটি আখ্যা দিয়ে ড. মোশাররফ বলেন, এদের পিছনে রাঘব-বোয়ালরা জড়িত আছে। আমরা দাবি জানাই, শুধু চুনোপুঁটি নয়, তাদের পেছনে যেসব রাঘব-বোয়াল আছে, অবিলম্বে তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার