শিরোনাম
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
- কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়েশা?
- আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
- শেখ হাসিনাকে যেভাবে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
- ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
- বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে এবার সব আদালতে পৃথক হেল্পলাইন
- শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
- দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ নিয়ে চম্পট পাঁচ নারী
- মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ
- মারামারির মামলায় ছেলেকে পুলিশে দিলেন বাবা
- ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ডিএনসিসির অনুদান ও চাকরির আশ্বাস
- প্রচণ্ড তাপদাহের পর কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- জাপানে সামরিক প্লেন বিধ্বস্ত
- ‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’
- আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
- সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম, দোষীদের ফাঁসির দাবি
- জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জবি শিক্ষার্থীদের
- সাম্য হত্যা : ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
এবার জেলা পরিষদের জমি দখল করছে রাসিক!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী জেলা পরিষদের জমি দখল করে সিটি করপোরেশন ডাস্টবিন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমিটিতে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের কাজ চলছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে জেলা পরিষদ।
কোর্ট এলাকায় প্রধান সড়কের পাশেই এই জমিটির সামনে রয়েছে সোনালী ব্যাংকের একটি শাখা। আরেকপাশে আছে জেলা পরিষদের স্টাফ কোয়ার্টার। এখানেই আবার জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং আদালতে প্রবেশের প্রধান রাস্তা। এমন গুরুত্বপূর্ণ স্থানে ভাগাড় নির্মাণ হলে পরিবেশ দূষণ হবে। এর ফলে সব শ্রেণী-পেশার মানুষ ভোগান্তিতে পড়বেন।
এসব বিষয় জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুমতি ছাড়া এভাবে জমি দখলে নিয়ে ডাস্টবিন নির্মাণ না করারও অনুরোধ করা হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখার উপসচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। স্থানটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখ। এখানে ময়লা আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ছড়াবে। এর ফলে সোনালী ব্যাংক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম ব্যহত হবে। এছাড়া জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে বসবাস করা ভীষণ অসুবিধা হবে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক কাজ করছেন। ডাস্টবিন নির্মাণের জন্য ইতিমধ্যে জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে কয়েক কাঠা জমি দখলে নেওয়া হয়েছে। আর ডাস্টবিনের সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুড়ে রড বসানো হয়েছে। শ্রমিকরা জানান, তারা ঠিকাদারের লোক। ঠিকাদারের মাধ্যমে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের এই কাজ চলছে।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জমি নেয়নি সিটি করপোরেশন। এখন আমাদের সম্পত্তি তো আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া যেখানে ডাস্টবিনটি নির্মাণ করা হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস-আদালত। এতে দুর্গন্ধে সবার সমস্যা হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওখানে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তখন তারা হয়তো বুঝতে পারেননি। একটা গ্যাপ থেকে গেছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর