শিরোনাম
- শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা
- ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
- ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- কাবুলে ইসলামাবাদের বিমান হামলা, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন
- নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০
- বিদেশে চাকরির প্রলোভনে গৃহবধূ পাচার, চক্রের দুই সদস্য গ্রেফতার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
- বন্দর এলাকায় সভা-সমাবেশে সিএমপির ৩০ দিনের নিষেধাজ্ঞা
- এক অঙ্কের সুদহার চান ব্যবসায়ীরা
- অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?
- ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
- ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- গাজা নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী: পোপ লিও
- জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি
- এবার যুক্তরাজ্যের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের
- একীভূত হচ্ছে বেসরকারি শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক, প্রস্তাব অনুমোদন
- গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ: অ্যামনেস্টি
- চীন হামলার প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ তাইওয়ানের
- আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনার : আসিফ মাহমুদ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
এবার জেলা পরিষদের জমি দখল করছে রাসিক!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী জেলা পরিষদের জমি দখল করে সিটি করপোরেশন ডাস্টবিন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমিটিতে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের কাজ চলছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে জেলা পরিষদ।
কোর্ট এলাকায় প্রধান সড়কের পাশেই এই জমিটির সামনে রয়েছে সোনালী ব্যাংকের একটি শাখা। আরেকপাশে আছে জেলা পরিষদের স্টাফ কোয়ার্টার। এখানেই আবার জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং আদালতে প্রবেশের প্রধান রাস্তা। এমন গুরুত্বপূর্ণ স্থানে ভাগাড় নির্মাণ হলে পরিবেশ দূষণ হবে। এর ফলে সব শ্রেণী-পেশার মানুষ ভোগান্তিতে পড়বেন।
এসব বিষয় জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুমতি ছাড়া এভাবে জমি দখলে নিয়ে ডাস্টবিন নির্মাণ না করারও অনুরোধ করা হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখার উপসচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। স্থানটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখ। এখানে ময়লা আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ছড়াবে। এর ফলে সোনালী ব্যাংক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম ব্যহত হবে। এছাড়া জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে বসবাস করা ভীষণ অসুবিধা হবে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক কাজ করছেন। ডাস্টবিন নির্মাণের জন্য ইতিমধ্যে জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে কয়েক কাঠা জমি দখলে নেওয়া হয়েছে। আর ডাস্টবিনের সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুড়ে রড বসানো হয়েছে। শ্রমিকরা জানান, তারা ঠিকাদারের লোক। ঠিকাদারের মাধ্যমে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের এই কাজ চলছে।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জমি নেয়নি সিটি করপোরেশন। এখন আমাদের সম্পত্তি তো আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া যেখানে ডাস্টবিনটি নির্মাণ করা হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস-আদালত। এতে দুর্গন্ধে সবার সমস্যা হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওখানে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তখন তারা হয়তো বুঝতে পারেননি। একটা গ্যাপ থেকে গেছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর