শিরোনাম
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
- তিন ম্যাচ জিতেই এশিয়া কাপে বাংলাদেশ
- সুশান্তের পর টার্গেট কার্তিক!
- গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
এবার জেলা পরিষদের জমি দখল করছে রাসিক!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী জেলা পরিষদের জমি দখল করে সিটি করপোরেশন ডাস্টবিন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমিটিতে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের কাজ চলছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে জেলা পরিষদ।
কোর্ট এলাকায় প্রধান সড়কের পাশেই এই জমিটির সামনে রয়েছে সোনালী ব্যাংকের একটি শাখা। আরেকপাশে আছে জেলা পরিষদের স্টাফ কোয়ার্টার। এখানেই আবার জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং আদালতে প্রবেশের প্রধান রাস্তা। এমন গুরুত্বপূর্ণ স্থানে ভাগাড় নির্মাণ হলে পরিবেশ দূষণ হবে। এর ফলে সব শ্রেণী-পেশার মানুষ ভোগান্তিতে পড়বেন।
এসব বিষয় জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুমতি ছাড়া এভাবে জমি দখলে নিয়ে ডাস্টবিন নির্মাণ না করারও অনুরোধ করা হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখার উপসচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। স্থানটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখ। এখানে ময়লা আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ছড়াবে। এর ফলে সোনালী ব্যাংক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম ব্যহত হবে। এছাড়া জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে বসবাস করা ভীষণ অসুবিধা হবে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক কাজ করছেন। ডাস্টবিন নির্মাণের জন্য ইতিমধ্যে জেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে কয়েক কাঠা জমি দখলে নেওয়া হয়েছে। আর ডাস্টবিনের সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুড়ে রড বসানো হয়েছে। শ্রমিকরা জানান, তারা ঠিকাদারের লোক। ঠিকাদারের মাধ্যমে গত পাঁচদিন ধরে ডাস্টবিন নির্মাণের এই কাজ চলছে।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জমি নেয়নি সিটি করপোরেশন। এখন আমাদের সম্পত্তি তো আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া যেখানে ডাস্টবিনটি নির্মাণ করা হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস-আদালত। এতে দুর্গন্ধে সবার সমস্যা হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওখানে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তখন তারা হয়তো বুঝতে পারেননি। একটা গ্যাপ থেকে গেছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর