রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা থেকে সোমবার রাতে ছালমা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসার রান্না ঘরের পাশে ছোট একটি কক্ষ রয়েছে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ছালমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে ছালমার মৃত্যুর কারণ জানা যায় নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ছালমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। ছালমা একটি মোবাইল ব্যবহার করতেন। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার