অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিষ্কৃত যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে আজ এ মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয় আনিছুর রহমান অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সবমিলে ১২ কোটি ৮০ লাখ ৬০হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আর তার স্ত্রী সুমি রহমানের ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে।
সম্প্রতি শুদ্ধি অভিযান শুরুর পর দল থেকে বহিষ্কার করা হয় যুবলীগের দপ্তর সম্পাদক আনিছুর রহমানকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ