হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে চার লাখ টাকার ক্যাসিনো টোকেনসহ তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, আব্দুল হাকিম ক্যসিনোর খেলোয়াড় ছিলেন। তিনি চকরিয়া থেকে ক্যাসিনোর টোকেন ভাঙাতে ঢাকায় এসেছিলেন। পরে না ভাঙাতে পেরে তিনি চকরিয়া ফিরে যাওয়ার সময় গ্রেফতার হন। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ