বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০ মাস ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। কিন্তু তিনি কারও আনুকূল্য চান না, তিনি প্রাপ্য অধিকারে জামিন চান।'
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে কি তারা মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছে? সরকারের নির্দেশেই হাসপাতালের পরিচালক খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছেন কিনা?
সাকিবের মত খেলোয়াড়দের নিয়ে সবসময়ই চক্রান্ত চলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আইসিসি বা আকসুর মধ্যে ম্যাচ ফিক্সিংএর চক্রান্ত সবসময়ই চলতে থাকে। সাকিবের মত খেলোয়াড়দের নিয়ে সবসময়ই চক্রান্ত চলে এবং তার সঙ্গে এ ধরণের কিছু হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ক্রীড়াঙ্গনে অস্থিরতা বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রতিফলন, সরকারের সুশাসনের অভাবেই এমন অস্থিরতা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম