২৪ জানুয়ারি, ২০২০ ১৬:৩৮

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ১,৯২,৫২৭ পরীক্ষার্থীর অংশগ্রহণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ১,৯২,৫২৭ পরীক্ষার্থীর অংশগ্রহণ

ফাইল ছবি

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারী হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। 

গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ১৯৯ জন। গতবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন। আগামী ২৭ ফেব্রুয়ারী লিখিত পরীক্ষা শেষ হবে বলে শিক্ষাবোর্ডের প্রকাশিত সময়সূচী অনুযায়ী জানা গেছে। এরপরে প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬৪৬টি স্কুল ২৭১টি পরীক্ষার কেন্দ্র হতে ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৫ হাজার ৯৫৪জন, গাইবান্ধায় ২৬ হাজার ১৫১জন, নীলফামারীতে ২২ হাজার ৩০১জন, কুড়িগ্রামে ২২হাজার ৭৯৪জন, লালমনিরহাটে ১৫হাজার ১৭৭, দিনাজপুরে ৩৬হাজার ৭২৯, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ৯১৩ জন এবং প গড় জেলায় ১৩ হাজার ৫০৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে দেড় শতাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর