২৭ জানুয়ারি, ২০২০ ১৭:৪৯

রাজশাহী সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
রাজশাহীর সাহাপুর সীমান্তে মধ্যরাতে ভারত থেকে অস্ত্র পাচারের সময় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এসময় দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়ন কমান্ডার ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রবিবার রাত ১১ টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের নেতৃত্বে রাজশাহী বিজিবি সদস্যরা শাহাপুর বিওপির’র সীমান্ত পিলার ৬৮/৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়ের বাগান নামক স্থানে অবস্থান নেয়। এ সময় ৩-৪ জনের একটি সংঘবন্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারকালে বিজিবি সদস্যরা অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা দেয়। তারা আক্রমণাত্মক হয়ে উঠে তাৎক্ষণিক ফায়ার করার ফলে অস্ত্র পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। টহল দল তাদেরকে ধাওয়া করলে অস্ত্র পাচারকারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন ২টি এবং পিস্তলের এ্যামোনেশন ৪ রাউন্ড উদ্ধার করা হয়।
 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর