বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে নগরীর বান্দ রোড এবং পোর্ট রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকলে পঁচা ফল বিক্রি, কৃষি বিপণন লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ কোলড্রিংকস বিক্রি করায় এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই ব্যবসা প্রতিষ্ঠাগুলোর ভুলত্রুটি দ্রুত শুধরে নেয়ার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা এবং র্যাব-৮ এর একটি দল অভিযানে সহায়তা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন