বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ৪৩ পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া অকৃতকার্য থেকে ৪ শিক্ষার্থী পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৪৩ জনসহ এবার বরিশাল বোর্ডে জেএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ৪ হাজার ৯৯১ জন।
বুধবার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জেএসসি’র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩ হাজার ৮ পরীক্ষার্থী ৪ হাজার ১৫৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে।
এবার বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি’তে পাশের হার ছিল ৯৭.৫ শতাংশ। ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। নতুন করে ৪৩ জনসহ জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৯১ জন। পুনঃনিরীক্ষণে পাশের হার এবং জিপিএ-৫ দুটি সংখ্যাই বেড়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম