চীন ফেরত এক বাংলাদেশিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ওই যাত্রীর শরীরে অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে। পরে সেখান থেকে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে সরাসরি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ওই যাত্রীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি।’
বিডি প্রতিদিন/কালাম