রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গামছা পার্টির দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাজমুল এবং শাহীন।
বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহতরা গামছা পার্টির সদস্য। সিএনজি নিয়ে প্যাসেঞ্জার তুলে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া তাদের কাজ। এদিক-সেদিক করলে গামছা পেঁচিয়ে হত্যা করে।
এ বিষয়ে গণমাধ্যমকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, খিলক্ষেত এলাকায় একটা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই ঘটনাই দুজনের মৃত্যু হয়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন