৮ এপ্রিল, ২০২০ ১২:০৪

খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদের আহ্বান নাসিমের

অনলাইন ডেস্ক

খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদের আহ্বান নাসিমের

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খুনি আব্দুল মাজেদ শুধু ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত নন, ৩ নভেম্বর জেলখানায় ঢুকে জাতীয় চার নেতার নির্মম হত্যকাণ্ডেরও অন্যতম আসামি। তাই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

নাসিম বলেন, করোনার মহাদুর্যোগের মধ্যেও একটি স্বস্তিদায়ক খবর ১৫ আগস্ট ও জেলহত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদ গ্রেফতার হয়েছেন। এতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও খুশি।

মোহাম্মদ নাসিম আরও বলেন, খুনি মাজেদের রায় কার্যকরের আগে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে কাদের নির্দেশে জেলের ভেতরে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এই খুনি কীভাবে, কাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় কয়েক যুগ পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর