রাজধানীর বনানীতে শনিবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে সৈনিক ক্লাব সংলগ্ন রেলগেটে হেটে রেল লাইন অতিক্রম করছিল ওই ব্যক্তি। এমন সময় কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় ।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরনে ছিল সাদা চেক ফুল শার্ট ও লুঙি। তার মোবাইল ফোনের মাধ্যমে কয়েক জনের সঙ্গে কথা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার