শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। এ সময় তিনি মণ্ডপে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তার মধ্যে উল্লেখযোগ্য লাকসাম রোডের মহেষাঙ্গন মণ্ডপ ও ঠাকুরপাড়া এলাকার বিভিন্ন মণ্ডপ। এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আঞ্জুম সুলতানা সীমা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসম্প্রাদায়িক বাণী নিয়ে বিভিন্ন মণ্ডপে গিয়েছি। সবাইকে স্বাস্থবিধি মেনে উৎসব উদযাপন করার কথা বলেছি। করোনাভাইরাস সুরক্ষায় মাস্ক বিতরণ করেছি। কিছু স্থানে সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন