রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন এলাকার কারখানায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। এতে ব্যবহার করা হচ্ছে রঙ ও সোডা। অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরের মধ্যে ঘর্মাক্ত কারিগররা খালি হাতে বানাচ্ছেন মিষ্টি। পাশেই নোংরা আবর্জনায় ভরপুর।
যাত্রাবাড়ি, কামরাঙ্গীচর, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানাতে দেখা গেছে কারিগরদের। বস্তাবর্তী নিম্নমানের পাউডার দুধের সঙ্গে সোডা ও রং মিশিয়ে তৈরি হচ্ছে শখের মিষ্টি।
বিস্তারিত ভিডিওতে:
বিডি প্রতিদিন/ফারজানা