রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে মানিকদি এলাকার এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছে।
নিহত কলেজ শিক্ষার্থীর নাম ইফতিখার ইফতি (১৮)। তিনি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত শিক্ষার্থীর নাম অনন্ত বড়ুয়া (১৮)। সে নটরডেম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের সহপাঠীদের বরাত দিয়ে জানান, সকালে দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিল ইফতি।
দুর্ঘটনার পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ