কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে মহানগর, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ ও সমাবেশ করেন।
এদিন দুপুরে নগরীর বেতপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। অপরদিকে জেলা আওয়ামী লীগ ডিসি’র মোড়ে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন।
মহানগরের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আওয়ামী লীগ নেতা নওশাদ হোসেন, শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তুহিন, মহানগর ছাত্রলীগ সভাপতি মফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক শেখ আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মওলা মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর