চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ৩২ টি টিম একযোগে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ খবর জানান।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, ছোরা, হাইড্রোলিক কাটার, তালা ভাঙ্গার রড, হাতুড়ি, গ্রিল ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি-প্রতিদিন/শফিক