শিরোনাম
২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৩৬

মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট, ঐক্য পরিষদের নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট, ঐক্য পরিষদের নেতা রিমান্ডে

রুহুল আমিন

কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার বিকালে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারওয়ার আহমেদ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশারেফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, শুক্রবার দুপুরের দিকে লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে মন্তব্য লেখেন রুহুল আমিন। তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন। সেই বাসা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বি এম নূরুজ্জামান বলেছেন, রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক মামলার বাদী হয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী লেখক মুশতাক আহমেদের। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর