শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
রাজশাহীতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আজ দ্বিতীয় দফায় প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রমও শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ফজলে হোসেন বাদশা বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরও তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তাই ভ্যাকসিন সম্পর্কে কোন অপপ্রচারে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরুর পাশাপাশি রাজশাহীতে নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হচ্ছে। চলমান লকডাউন অব্যাহত থাকলে এবং রোজার মাসেও চলবে এই টিকাদান কার্যক্রম। এরই মধ্যে দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পেয়েছেন যারা প্রথম টিকা নিয়েছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি যারা টিকা গ্রহণ করেছেন তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারছেন। তবে ভ্যাকসিন প্রদানের তারিখ মোবাইলে এসএমএস করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। যারা এসএমএস পেয়েছেন, তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পেরেছেন।
রাজশাহী সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন, দ্বিতীয় ডোজের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। যারা এসএমএস পেয়েছেন, তারাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসএমএস করা হবে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলাতে একযোগেই ভ্যাকসিন কার্যক্রম চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর