শিরোনাম
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
- সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা
- আর কত জীবন দেবে এ দেশের মানুষ বলে আক্ষেপ নজরুল ইসলামের
- শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু
- ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’
- জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
- অবৈধদের লুকিয়ে রাখার অভিযোগে মালয়েশিয়ায় ১ হাজার নিয়োগকর্তা আটক
- কুয়েতে হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা
- তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত, তিন মেয়র গ্রেপ্তার
- সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
- গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা
- সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
- রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগ
- রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের
- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, ঘোষণা চীনের
রাজশাহীতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আজ দ্বিতীয় দফায় প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রমও শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ফজলে হোসেন বাদশা বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরও তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তাই ভ্যাকসিন সম্পর্কে কোন অপপ্রচারে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরুর পাশাপাশি রাজশাহীতে নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হচ্ছে। চলমান লকডাউন অব্যাহত থাকলে এবং রোজার মাসেও চলবে এই টিকাদান কার্যক্রম। এরই মধ্যে দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পেয়েছেন যারা প্রথম টিকা নিয়েছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি যারা টিকা গ্রহণ করেছেন তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারছেন। তবে ভ্যাকসিন প্রদানের তারিখ মোবাইলে এসএমএস করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। যারা এসএমএস পেয়েছেন, তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পেরেছেন।
রাজশাহী সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন, দ্বিতীয় ডোজের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। যারা এসএমএস পেয়েছেন, তারাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসএমএস করা হবে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলাতে একযোগেই ভ্যাকসিন কার্যক্রম চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর