চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতিতে বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদেক হোসেন স্থানীয় আবুল হোসেনের ছেলে। পেশায় কৃষক ছিলেন ওই তরুণ।
চরতি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আলী বলেন, কিছুদিন ধরে হাতির একটি পাল পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এসময় একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম