খুলনায় তর্ক-বিতর্ক ও হট্টগোলের মধ্যে দিয়ে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির (বিইউআইপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনা প্রেস ক্লাবের অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন।
‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম, ওলামাদের করনীয় কি’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মুফতি ইলিয়াস হোসেন।
এদিকে অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে সমাবেশস্থলে উত্তেজনা দেখা দেয়। তার বক্তব্যের পরপরই সমাবেশস্থলের পিছন থেকে সাধারণ মুসল্লীরা হট্টগোল শুরু করেন। তারা চেয়ার উচু করে এ বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন।
এসময় মুসল্লিরা তাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার ও প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। পরে প্রধান অতিথি বক্তব্য শেষ করলে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোস্তফা চৌধুরি, আলহাজ্ব মো. শাহিন খান, মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ আবুল খায়ের জাকারিয়া।
বিডি প্রতিদিন/এএ