রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া সেই কিশোর প্রাইভেটকার চালককে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে পুলিশ। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক রবিবার ওই কিশোর চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিশোর তাসকিনকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র তাসকিন পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারে থাকে।
গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতিতে চলা তাসকিনের প্রাইভেটকারের ধাক্কায় একটি রিকশা দুমড়ে-মুচড়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রিকশাচালক, আরোহী বাবা ও তার শিশুসন্তান আহত হন।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভাইরাল ভিডিওটি তেজগাঁও বিভাগের নজরে আসে। পরে ডিসি তেজগাঁও বিপ্লব কুমার সরকার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসারকে প্রাইভেটকার চালককে শনাক্ত করে আটকের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে প্রাইভেটকারটি হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।
অন্যদিকে, রাত ৩টা ৪০ মিনিটে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহায়তায় আলমডাঙ্গা হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে তাসকিনকে আটক করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাসকিনকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর