রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরিফুল ইসলাম (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টায় তাদের মৃত ঘোষণা করেন।
সাতারকুলের মো. হোসাইন গণমাধ্যমকে জানান, দুপুরে তারা ৯ জন মিলে রহমত উল্লাহ গার্মেন্টস সংলগ্ন রাস্তার পাশে খালি জায়গায় স্টিল দিয়ে ঘর নির্মাণের কাজ করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/শফিক