সেনাবাহিনী রংপুর অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় রংপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ৫০তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে রংপুর সেনানিবাস প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ও ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মানিত করা হয়। আয়োজনে সামরিক বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই