রাজধানী থেকে বিপুল পরিমাণ অক্সি-মরফোন নামে একটি ক্ষতিকারক মাদক উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার ও সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি।
ডিবি জানায়, মরফোন ট্যাবলেট বিদেশে মাদক হিসেবে ব্যবহৃত হতো। মূলত এটি একটি ব্যথানাশক ওষুধ। মাদক হিসেবে মরফোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকায় রয়েছে। ব্যথানাশক ওষুধ বলে ব্যবহারের সুযোগ নিয়ে বেশ কয়েকটি চক্র এটিকে মাদক হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। ওষুধ প্রশাসন অধিদফতর বিভিন্ন কোম্পানিকে এই ট্যাবলেট তৈরির অনুমোদন দিয়ে থাকে।
বিডি প্রতিদিন/আরাফাত