নেতাকর্মীদের মনোবল চাঙ্গা ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মহানগরের বিভিন্ন স্থানে কর্মী সভা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় যাত্রবাড়ীর নবীনগরে কর্মী সম্মেলন করলো দলটি।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক টিম-৭ এর উদ্যোগে যাত্রবাড়ীর ৫০ ও ৬১নং ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব
রফিকুল আলম মজনু, বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাংগঠনিক টিম-৭ এর প্রধান হারুনুর রশিদ হারুন। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত