সাভারে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বিকালে সবজি ক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল।
পুলিশ জানায়, অন্যস্থান থেকে তাকে অপহরণ করে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে, সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নারী মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে আমিনবাজার এলাকায় পান্না বেগম নামে ওই নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই নারী মাদক ব্যবসায়ী তাকে গ্রেফতারের বিষয়টি বুঝতে পেরে চারতলা ভবনের ছাদে উঠে অন্য একটি ভবনের ছাদে পালিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এমআই