রাজধানীর তেজগাঁও নাখালপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. আব্দুল হাকিম মৃধা (৪৮)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুহিল গ্রামে। বাবার নাম মো. হাসান আলী মৃধা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই আনসার সদস্যকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পলাশ গণমাধ্যমকে জানান, তেজগাঁও নাখালপাড়া ব্রিজের নিচে রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই আনসার সদস্য। পরে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই আনসার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবদুল হাকিম ১২ আনসার ব্যাটালিয়নের (শেরপুর, নালিতাবাড়ী) সদস্য ছিলেন। তিনি সংসদ ভবন এলাকায় কর্মরত ছিলেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ