বরিশালের গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী।
রবিবার সকাল ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই উপজেলার শরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র অর্ধশতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান সরদার ও জহিরুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা মৎস্য কর্মকর্তার নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে অবিলম্বে তার বিচার দাবী করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর