আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউনহল মাঠে বিভাগীয় সমাবেশ করতে অনুমতি পেয়েছে বিএনপি। সম্মেলনকে ঘিরে উদ্বেলিত দলটির নেতাকর্মীরা।
এদিকে, সম্মেলনের চারদিন আগেই নগরীর টাউনহলে অবস্থান নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিন টিকলি। তারা নেতাকর্মীদের সাথে বসে দুপুরের খাবার খাচ্ছেন। কর্মীদের সামনে সাক্কু তার স্ত্রী উভয়েই উভয়কে মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন।
এদিকে, গত এক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বেড়িয়েছেন মনিরুল হক সাক্কু।
মনিরুল হক সাক্কু বলেন, প্রচার প্রচারণার সময় দেখেছি দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষজনও যোগ দিয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মীদের জন্য আমার পৈতৃক সম্পত্তির উপর নির্মিত ৭৮ ফ্ল্যাট বরাদ্দ রেখেছি। এছাড়া হোটেল বুকিং দিয়েছি।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। তা আজ বুধবার রাত থেকে আরো বড় আকারে করা হবে। সম্মেলন সফল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জানা যায়, বিগত কুসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত