ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত এবং নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি।
বুধবার সকাল সাড়ে দশটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা সদস্য নজরুল ইসলাম খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মো. জায়েদ প্রমুখ।
সমাবেশে বক্তারা জেলার ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্তসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠির লিফলেট জনগণের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল