২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ। এই উপলক্ষে নগরী ও জেলাজুড়ে চলছে নেতাকর্মীদের প্রচারণা। বুধবার নগরীতে লিফলেট বিতরণ করেন কুমিল্লা মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী। এসময় নেতাকর্মীদের শ্লোগান দিতে শোনা যায়, ‘গ্যাস দে বিদ্যুত দে-নইলে গদি ছাইড়া দে’, ‘জিয়ার বাংলায়- খালেদার মুক্তি চাই।’
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমীরুজ্জামান আমীর, মহানগর বিএনপির আহবায়ক আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা জসিম উদ্দিন ও সারোয়ার জাহান দোলন প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে কুমিল্লা মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, কুমিল্লা নগরীতে ২৬ নভেম্বর মানুষের ঢল নামবে। টাউন হল ছাড়িয়ে পুরো নগরীই হয়ে যাবে সমাবেশস্থল। নেতা-কর্মীরা আসা শুরু করেছেন। কোনো বাধা তাদের দমাতে পারবে না। এই জুলুমবাজ সরকারকে মানুষ আর দেখতে চায় না।
বিডি প্রতিদিন/ফারজানা