আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। সিটির প্রথম মেয়র আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ হবে।