করোনাকালীন সময়ের বয়সের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চাকুরী প্রত্যাশীরা।
বক্তারা করোনাকলীন সময়ে চাকুরী প্রত্যাশীদের বয়সের ক্ষতি পুষিয়ে দিতে সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবী জানান।
মানববন্ধন শেষে একই দাবীতে তাদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ