ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা কাঁচা বাজারের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের খবর নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সোহেল রানা। তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেলের দুই যাত্রীকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা এলাকার হাশেম ও সোহেল মিয়া মোটরসাইকেল নিয়ে সাভার নবীনগরের দিকে রওনা হন। অপরদিকে গাজীপুর থেকে রনি ও অজ্ঞাত একজন নিয়ে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের দিকে রওনা হন। তারা ধামরাইয়ের ঢুলিভিটা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক হাশেম ও রনি মারা যান। অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ