রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় ৬০ বছরের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তার হাত ধরা ছিল পাঁচ-ছয় বছরের এক শিশু। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান। শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে মোটামুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বৃদ্ধার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম অস্পষ্ট থাকলেও তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ বলে আমরা জানতে পেরেছি। তার সাথে হাত ধরে রাস্তা পার হওয়ার সময় শিশুটি সামান্য আহত হয়েছে।
তিনি বলেন, শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক