‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আইডিইবি গাজীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে জেলা আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাজবাড়ী সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রকৌশল ভবনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় আইডিইবি’র জেলা সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই